শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ০৫:০৪:২৯

কারও ক্ষমতা নেই দেশকে পিছিয়ে রাখার : প্রধানমন্ত্রী

কারও ক্ষমতা নেই দেশকে পিছিয়ে রাখার : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : সম্মিলিত উদ্যোগে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজ করে যাচ্ছি। আগামীতে এ কাজে আরও সফল হব। বাংলাদেশ এগিয়ে যাবে। কারও ক্ষমতা নেই বাংলাদেশকে পিছিয়ে রাখার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সমাজের সর্বস্তরের জনগণকে এর বিরুদ্ধে জনমত সৃষ্টির আহবান জানিয়েছেন।

আজ শনিবার গণভবন থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বাংলা ভাই ও শায়খ আবদুর রহমানকে বানিয়েছিল। বাংলাদেশকে সন্ত্রাসীদের চারণভূমি করে দিয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশ হবে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ। কাজেই সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে আমি আহবান জানাব।’

তিনি বলেন, ‘আমাদের মসজিদের ইমাম, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী এবং আশাদের প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন- সবাইকে সম্মিলিতভাবে এই সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষকে বোঝাতে হবে- সন্ত্রাস-জঙ্গিবাদের পথ শান্তির পথ না, ইসলামের পথ না, এই পথ কখনও মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না।’

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন মানে জ্বালাও-পোড়াও, সন্ত্রাস আর মানুষের ভাগ্য নিয়ে খেলা। বিএনপির আন্দোলন মানেই জনগণকে পুড়িয়ে মারা এবং খুন-খারাবি করা। আসলে তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই তারা উন্নয়ন ও অগ্রগতিতেও বিশ্বাস করে না।

প্রধানমন্ত্রী বলেন, ৭১ এ হানাদার বাহিনী যেভাবে জ্বালাও-পোড়াও আর অগ্নিসংযোগ করেছে তেমনটি বিএনপি ২০১৩ সালে করেছে। গুলশানের কার্যালয়ে বসে খালেদা জিয়া বিরিয়ানি খেয়েছেন এবং বাইরে মানুষ পুড়িয়ে মেরেছেন। এটাই ছিল তার আন্দোলন। তারা নির্বাচনে আসে নাই। এটা ছিল খালেদা জিয়া ও তার দলের সিদ্ধান্ত। আজকে তারা তো অফিসিয়ালি বিরোধী দলও নয়। নির্বাচনে না আসলে সে দায় জনগণ নেবে কেন?

১৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে