নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের পক্ষে কথা বলার সাথে সাথেই 'সাম্প্রদায়িক' ট্যাগ পেলাম বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি তার এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, বিভিন্ন জাতি-ধর্ম-বর্ণ ও মতের এতো এতো মানুষের পক্ষে এতোদিন ধরে কথা বলেও কখনো সাম্প্রদায়িক ট্যাগ পাইনি। অথচ রোহিঙ্গাদের পক্ষে কথা বলার সাথে সাথেই 'সাম্প্রদায়িক' ট্যাগ পেলাম!
তিনি আরো লেখেন, এর আগে প্যালেস্টাইনের পক্ষে 'ঢাকা প্রোটেস্ট' করায় বিশ্বব্যাপী পরিচিত একজন বিদেশী সাংবাদিক আমাকে বলেছিল, 'তুমিও দেখছি মোল্লাদের মতো'! হায়রে মানবতা! আক্রান্ত মানুষেরা মুসলমান বলেই কি এমন দৃষ্টিভঙ্গি? এই মানবতাবাদ নিয়ে আমি গভীরভাবে শংকিত এবং লজ্জিতও বটে!
এর আগে একটি ফেসবুক স্ট্যাটাসে ইমরান লেখেন, বার্মায় রোহিঙ্গাদের উপর ভয়াবহ জাতিগত নিপীড়ন চলছে। রোহিঙ্গাদের পুরোপুরি নির্মূল করতে বার্মিজ সরকার দীর্ঘদিন থেকেই সেখানে বর্বর গণহত্যা চালিয়ে আসছে। এই জঘন্য হত্যাকাণ্ড ও জাতিগত নিপীড়নের তীব্র নিন্দা জানাচ্ছি।
এসময় সরকারের কাছে দাবী জানিয়ে ইমরান লেখেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশ সরকারের উচিত জোর কূটনৈতিক তৎপরতার মাধ্যমে গণহত্যা বন্ধে জাতিসংঘের উপর শক্ত চাপ প্রয়োগ করা। এবং বার্মিজ সরকারের এই মানবতা বিরোধী অপরাধ সারাবিশ্বের কাছে উম্মোচন করা।
১৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি