শনিবার, ১০ অক্টোবর, ২০১৫, ০৩:৩৪:৫০

‘প্রশ্নফাঁসের প্রমাণাদি নিয়ে প্রেসক্লাবে শিক্ষার্থীরা’

 ‘প্রশ্নফাঁসের প্রমাণাদি নিয়ে প্রেসক্লাবে শিক্ষার্থীরা’

ঢাকা : গণমাধ্যমের সামনে প্রশ্নফাঁসের প্রমাণাদি তুলে ধরতে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।  এ সময় গণমাধ্যমকে প্রমাণাদি সরবরাহ করবে বলেও জানিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীদের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ।

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষার ফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন তারা।  বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের সামনে প্রশ্ন ফাঁসের প্রমাণাদি তুলে ধরবেন তারা।  

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হতে থাকে।  তাদের শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার কথা থাকলেও পরে প্রেসক্লাব অভিমুখে মিছিল নিয়ে রওনা হয় তারা।  এরপর প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয় তারা।

প্রেসক্লাবের সামনে অভিভাবক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রশ্নফাঁসের এ ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।  প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সাথে পরামর্শ করে একটা ব্যবস্থা গ্রহণের আহবান জানান তিনি।

এসময় তিনি পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানান।  তা না হলে অন্তত ৫০০ মুক্তিযোদ্ধা নিয়ে রাজপথে শুয়ে থাকার হুমকি দেন।
১০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে