নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে সাবধান ও সতর্ক হতে পরামর্শ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিশেষ বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সেই সভায় গয়েশ্বর এই কথা বলেন।
গয়েশ্বর বলেন, তারেক রহমানের শুরু ভালো। চলার পথটাও ভালো ছিল। কিন্তু চলার পথে আশপাশের কিছু লোক তারেক রহমানকে বিতর্কের জায়গায় নিয়ে গেছে। কুলষিত করেছে অথচ তার (তারেক রহমান) কোনো অন্যায় নাই। আশেপাশে থাকা লোকদের পাপের ফসল ভোগ করতে হচ্ছে। পুঙ্গু জীবন দিয়ে লড়াই করতে হচ্ছে। মাতৃভূমিতে কবে আসবেন সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে এখনো কিছু কিছু লোক চেষ্টা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে। সেই লোকগুলো থেকে আমি তাকে সাবধান ও সতর্ক থাকতে বলবো। আমি জানি না আমাদের জীবনদশায় তারেক রহমানের সঙ্গে দেখা হবে কিনা। তিনি কবে দেশে আসবেন। কিন্তু তিনি যেদিন দলের দায়িত্ব নেবেন সেদিন বেঁচে থাকতে পারবো কিনা তাও জানি না। সে কারণেই আজকে তার শুভ জন্মদিনে সতর্কবাণী- আপনি ( তারেক জিয়া) সাবধান ও সতর্ক হউন। অতীতের দিকে তাকিয়ে দেখেন, যাদের কারণে আপনাকে আজকে এই কষ্ট ভোগ করতে হচ্ছে ঠিক একই কারণে যাতে ভবিষ্যতের পথ রুদ্ধ না হয়। কাজেই সাবধান হউন, সতর্ক হউন আপনার ওপর নির্ভর করছে এই বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস। আলোচনা সভা সঞ্চালনা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী।
২০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি