নিউজ ডেস্ক : জাতির ঐক্য সৃষ্টি না করে ক্ষমতায় থাকাটাই মুখ্য হয়। বিদেশিদের যদি প্রভু ভাবেন তাহলে দেশের অবস্থা ভালো হবে না, দেশ জাহান্নামে চলে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘুরে দাঁড়াও বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক আলোচন সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলতে পারবে না যে বিদেশে তাদের কোনও বন্ধু আছে। বিদেশে তাদের প্রভু আছে। যাদের কথা মতো আওয়ামী লীগ চলে। কিন্তু বিএনপির বিদেশে বন্ধু আছে, প্রভু নেই। ভারতের বর্ডার গার্ডরা বাংলাদেশে ঢুকে মানুষ হত্যা করতে পারবে এতে বলার কিছু নেই। কারণ তারা এ সরকারের প্রভু।’
তিনি বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য এ সরকার এতটাই অন্ধ হয়ে গেছে যে অন্যের মতামতের বিবেচনা না করেই নিজের মত দিয়ে দিচ্ছে। এতে নিজের দেশের কতটুকু ক্ষতি হবে সেটা ভাবার সময় নেই। সরকার নিজের ক্ষমতা টিকে রাখতে কোনও দেশকেই কিছু বলতে পারছে না।’
সাবেক ছাত্রনেতা কাদের সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী সদস্য নিপুন রায় চৌধুরী, খালেদা ইয়াসমিন, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
২১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি