ঢাকা : প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা জানার পরেও ফলাফল ঘোষণা করে সরকার ঠিক করেনি।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এরশাদ এই ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আরও বলেন, এটা না করলে মেধাবী শিক্ষার্থীদের মনোবল ভেঙে যাবে; যা দেশের জন্য মঙ্গলজনক হবে না।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ