লালমনিরহাট : লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ বাংলাদেশের ভিতরে অনুপ্রবেশ করে এক বাংলাদেশীকে গুলি করে হত্যার তিন দিনের মাথায় ফের শনিবার রাতে বাংলাদেশ সীমানায় অনুপ্রেবেশের চেষ্টা করেছে।
তবে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে ব্যর্থ হয়ে তারা সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। এতে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী জানায়, শনিবার রাত ৮টায় দুর্গাপুর সীমান্তের ওপারের বিএসএফ সদস্যরা কাটাতারের বেড়া ছিঁড়ে বাংলাদেশের কাছে অবস্থান নেয়। তিন কিলোমিটার সীমান্ত জুড়ে চারদিকে বিএসএফ তাদের সদস্য সংখ্যা বাড়াতে থাকে।
এসময় তারা ভারি অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে। বিএসএফ এর অগ্রাসী ভুমিকা দেখে গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে সীমান্তের কাছে অবস্থান নেয়। এরপর সীমান্তে টহল জোরদার করে বিজিবিও। এতে সীমান্তের কাছে গ্রাম গুলোর লোকজন নিরাপদ স্থানে সরিয়ে দেয়া হয়। আতংক বিরাজ করে সীমান্তে। রাত জেগে জেগে পাহারা দেয় গ্রামবাসী ও বিজিবি।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে: কর্ণেল বজলুর রহমান হায়াতি বলেন, সীমান্ত রক্ষার জন্য আমরা চেষ্টা করছি। সীমান্তে অতিরিক্ত বিএসএফ এর ব্যাপারে পত্র দিয়ে জানতে চাওয়া হবে। বর্তমানে বিজিবি টহল জোরদার আছে। গ্রামবাসীরা বাড়িতে ফিরে আসছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ