ঢাকা : কুকুরে কামড়ানো শিশুটিকে সমাজকল্যাণ অধিদপ্তরের মাধ্যমে আজিমপুরে ছোট মনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক সেলিনা আক্তারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার বেলা ১২টায় হাসপাতলের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান শিশুটিকে হস্তান্তর করেন।
এ সময় হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, ‘এ নবজাতকটি কুকুরের খাদ্য হতে যাচ্ছিল। দু’জন হৃদয়বান নারী তাকে উদ্ধার করে আমাদের হাসাপতালে নিয়ে এসে তার জীবন বাঁচিয়েছেন। আমরা আল্লাহর রহমতে চিকিৎসক, নার্স, কর্মচারীদের সহযোগিতায় সকল চিকিৎসার মাধ্যমে শিশুটিকে সুস্থ করতে পেরেছি।’
তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী টেলিফোনে জানিয়েছেন এ শিশুটির দায়িত্ব সরকার নিয়েছে। এর জন্য সকল ধরনের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। শিশুটিকে নেয়ার জন্য তিন-চারজন ব্যক্তি মৌখিক এবং লিখিতভাবে চেয়েছিলেন। তবে শিশুটির অভিভাবক না থাকার কারণে আমরা দিতে পারিনি। তবে আদালতের মাধ্যমে তারা আবেদন করে শিশুটিকে নিতে পারবেন। হাসপাতালের পক্ষ থেকে শিশুরটির নাম রাখা হয়েছে ফাইজা অর্থাৎ বিজয়িনী।’
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ