ঢাকা : পুনরায় মেডিকেলে ভর্তি পরীক্ষার দাবিতে আগামীকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত হবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক-অভিভাবক এতে অংশ নেবেন বলে দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের।
রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে লিফলেট বিতরণের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার দাবিতে আজো লিফলেটে বিভিন্ন স্লোগান।
গণজমায়েত উপলক্ষে আন্দোলনরত শিক্ষার্থী-অভিভাবকবৃন্দের বিতরণকৃত লিফলেটে উল্লেখ করা অপর দাবি দুটি হলো, প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার বিচার করা।
আগামীকাল সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হবেন আন্দোলনকারীরা। সেখান থেকে মিছিল সহকারে শাহবাগে যাত্রা এবং স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করা হবে বলে একাধিক সূত্রে জানা গেছে।
আন্দোলনকারীদের অন্যতম মুখপাত্র মো. মুহাইমিনুল ইসলাম বলেন, সোমবার স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করার একটা সম্ভাবনা রয়েছে। তবে তা কখন হতে পারে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
গণজমায়েত থেকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। লিফলেটে উল্লেখ করা হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৫-১৬ প্রশ্ন ফাঁস হয়েছে। তবে এ ঘটনা নতুন নয়। যেকোনো পাবলিক পরীক্ষা থেকে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। প্রশ্ন নিয়ে বাণিজ্য চলে।
এতে উল্লেখ করা হয়েছে, একটা গোষ্ঠী এর সাথে জড়িত। আমাদের আন্দোলনের স্লোগান, ‘যদি হয় প্রশ্ন ফাঁস, পড়বো কেন বারো মাস’। এটা আমাদের দাবি নয় ধিক্কার!
উল্লেখ করা হয়েছে, কোথায় যাচ্ছে শিক্ষা ব্যবস্থা? কোথায় যাচ্ছে সমাজের নৈতিকতা? এক সময় দুর্বল ছাত্র পরীক্ষায় নকল করতো। আমাদের দুঃখ এখন ভালো ছাত্ররা প্রশ্ন সংগ্রহ করে। এ অনৈতিকতার অবসান চাই।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী, সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন মেডিকেলে ভর্তিইচ্ছু শিক্ষার্থীরা। সেখানে দুপুর পর্যন্ত অবস্থান করে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করতে যান তারা।
১১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম