নিউজ ডেস্ক : হাঙ্গেরিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরের অভিজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন ডেকেছেন।
শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে শুক্রবার তার উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের জানান।
এর আগেও বিদেশ সফরের পর বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বিদেশ সফরের পাশাপাশি বিভিন্ন জাতীয় ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের পাশাপাশি বেসরকারি টেলিভিশনগুলোও এসব সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করে।
চলতি মাসের শেষভাগে সারা দেশে জেলা পরিষদ নির্বাচনের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ থাকায় সে প্রসঙ্গ এবার স্বাভাবিকভাবেই আসতে পারে সাংবাদিকদের প্রশ্নে।
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত মাসে যেসব প্রস্তাব দিয়েছেন, সেসব বিষয়ে প্রধানমন্ত্রীর মতামত জানারও সুযোগ মিলতে পারে এই সংবাদ সম্মেলনে।
তাছাড়া গত অক্টোবরের শেষে ‘স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে’ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা-ভাংচুর এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের সময় সংঘর্ষ-হতাহতের ঘটনা ছিল সাম্প্রতিক সময়ের আলোচিত দুটি বিষয়।
হাঙ্গেরি সফরে রওনা হওয়ার দিন প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণে বাধ্য হয়। কোনো বিপদ না ঘটলেও এর মধ্য দিয়ে ভিভিআইপি ফ্লাইট পরিচালনায় নিরাপত্তা ও সতর্কতার বিষয়টি নতুনভাবে আলোচনায় এসেছে।
গত রোববার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পৌঁছানোর পর বুধবার মধ্যরাতে দেশে ফেরেন শেখ হাসিনা। পানি সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি।
তাদের উপস্থিতিতে পানি ব্যবস্থাপনা ও কৃষি ক্ষেত্রে সহযোগিতা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
০৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম