রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ০৮:১০:৪৯

খালেদার পর সৈয়দ আশরাফ!

খালেদার পর সৈয়দ আশরাফ!

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পর দেশে ফিরবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমনটাই জানা গেছে।  বর্তমানে দুজনই লন্ডনে অবস্থান করছেন।

লন্ডনে খালেদা জিয়ার কূটনৈতিক তৎপরতা পর্যবেক্ষণ করতেই নাকি সৈয়দ আশরাফ সেখানে অবস্থান করছেন এমনটি জানা গেছে আওয়ামী লীগের একাধিক সূত্রে।  এদিকে লন্ডনে বসে বেগম জিয়া বাংলাদেশে বিদেশি হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলছেন।

গত ১৫ সেপ্টেম্বর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন ও চোখের চিকিৎসার জন্য  লন্ডনে যান খালেদা জিয়া।  অন্যদিকে সৈয়দ আশরাফ পরিবারের সঙ্গে ঈদ করতে লন্ডন যান।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, গত ১ অক্টোবর দেশে ফিরবেন খালেদা জিয়া।  এরপর ৩ অক্টোবরের কথা বলা হয়।   বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার দেশে ফেরার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।  তবে ১৫ কিংবা ১৬ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে সৈয়দ আশরাফের দেশে ফেরার কথা ছিল গত ৪ অক্টোবর।  কিন্তু নির্ধারিত সময়ে দেশে ফেরেননি তিনি।  লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে ১৯ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়িয়েছেন তিনি।  ১৯ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।  অন্যদিকে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি জানান, ২০ অক্টোবর দেশে ফিরবেন সৈয়দ আশরাফ।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কয়েকজন নেতা গণমাধ্যমকে জানান, খালেদা জিয়া লন্ডন ত্যাগ করার পরই সৈয়দ আশরাফ দেশে ফিরতে পারেন।  সেক্ষেত্রে ছুটির মেয়াদ আবারো বাড়াতে পারেন তিনি।  ১৫ কিংবা ১৬ অক্টোবর খালেদা জিয়া দেশে ফিরলে ১৯ অক্টোবর দেশে ফিরবেন সৈয়দ আশরাফ।

সৈয়দ আশরাফ দীর্ঘদিন লন্ডনে বসবাস করায় সেখানকার ক্ষমতাসীন ও বিরোধীদলীয় নেতাদের সঙ্গে তার ভালো জানাশোনা রয়েছে।  ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর লন্ডনে যান সৈয়দ আশরাফ।  

পড়ালেখা শেষ করে সেখানে শিক্ষকতার পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।  ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনার নির্দেশে দেশে ফিরেন তিনি।  আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হন সৈয়দ আশরাফ।

পরে প্রতিমন্ত্রী করা হয় সৈয়দ আশরাফকে।  স্থানীয় সরকার মন্ত্রী থেকে তিনি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।  তার পরিবার লন্ডনেই বসবাস করছেন।  লন্ডনে খালেদা জিয়ার কূটনৈতিক তৎপরতা পর্যবেক্ষণ করতেই নাকি সৈয়দ আশরাফের অবস্থান।
১১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে