ঢাকা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১১ অক্টোবর প্রবেশপত্র সংগ্রহের শেষ দিন থাকলেও এখন পর্যন্ত ওয়েবসাইটে প্রবেশপত্র সংগ্রহের সুবিধা সংযোজন করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান রোববার সাংবাদিকদের জানান, টেলিটক এখনো পুরোপুরি কাজটি শেষ করতে পারেনি। তাই একটু দেরি হচ্ছে। টেলিটক কর্তৃপক্ষ এসএমএস’এর মাধ্যমে প্রবেশপত্র সংগ্রহের সময় জানিয়ে দেবে।
এবার ‘এ’ ইউনিটে ৭৬০টি আসন। আবেদন করেছেন ৫৭ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। আগামী ৩০ অক্টোবর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
আবেদনকারী শিক্ষার্থীরা টেলিটকের পাঠানো এসএমএস থেকে তারিখ জেনে jnu.teletalk.com.bd অথবা jnu.ac.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
এদিকে গত শুক্রবার অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের পরীক্ষার ফলাফল সোমবার প্রদান করা হতে পারে বলে জানা গেছে।
১১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম