রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ০৯:৫৮:৪৩

কুলাউড়ার মনিকে যা বলেছেন বান কি মুন

কুলাউড়ার মনিকে যা বলেছেন বান কি মুন

ঢাকা : অটোগ্রাফ আনতে গিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন যা বলেছেন মৌলভীবাজারের কুলাউড়ার স্কুলছাত্রী মনি বেগম তাই শোনালেন প্রেসক্লাবে। বাংলাদেশের প্রতি তার ‘ভালোলাগার’ কথা জেনে এসেছেন বলে জানান জাতিসংঘের অধিবেশন থেকে ফেরা মনি বেগম।

কুলাউড়া উপজেলার সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিয়ে ৩০ সেপ্টেম্বর দেশে ফেরেন।  একটি প্রতিযোগিতামূলক নির্বাচনী পদ্ধতির মাধ্যমে জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়ার সুযোগ পান তিনি।

রোববার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাল্যবিয়ে এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পদক্ষেপ নেয়ার পক্ষে অধিবেশনে তিনি প্রচারণা চালিয়েছেন।

এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সেভ দ্য চিলড্রেন।

সংবাদ সম্মেলনে মনি বলেন, আমি একটা কথাই শিখে এসেছি, শিশুরাই পারবে।  তবে বড়দের তাদের পাশে দাঁড়াতে হবে।  সবাই মিলে মতামত দিয়ে যদি কাজ করা হয় তাহলে শিশু মৃত্যু, বাল্যবিয়ে বন্ধ হবে।

নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে কথা বলে তার অটোগ্রাফ নিয়েছি। তিনি আমাকে জিজ্ঞেস করেছেন, কোথা থেকে এসেছো? আমি বলেছি, বাংলাদেশ থেকে।  উনি তখন বলেছেন, বাংলাদেশ আমার খুবই প্রিয়।

বান কি মুন ছাড়াও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, কলাম্বিয়ার প্রেসিডেন্ট হোয়ান ম্যানুয়েল স্যান্ডসসহ বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান ও প্রখ্যাত ব্যক্তির সাক্ষাতের সুযোগ পান মনি।

ভবিষ্যতে বাল্যবিয়ে বন্ধ ও মেয়েদের শিক্ষা বিস্তারের পক্ষে কাজ করতে চান বলে জানান তিনি।  মনি বলেন, আমি চাই কোনো এলাকায় বাল্যবিয়ের নাম উচ্চারণ হবে না।  মেয়েদের পড়ালেখার জন্য কাজ করতে চাই।  বাবাদের বুঝাতে হবে, যে টাকায় বিয়ে দিতে চান, সে টাকায় পড়ালেখা করান।
১১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে