নিউজ ডেস্ক : হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে কারাবন্দি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম কারা হাসপাতালের সহকারী সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, ব্যারিস্টার শাকিলা ফারজানা কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যায় ভুগছেন। প্রাথমিক চিকিৎসা দেয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, বিকাল ৫টার দিকে ব্যারিস্টার শাকিলা ফারজানাকে পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
হামজা বিগ্রেডকে অর্থায়নের অভিযোগে গত ১৯ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ও উত্তর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করে র্যাব।
১২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ