শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০৪:০৫

ডিসেম্বরে আ'লীগের সম্মেলন

ডিসেম্বরে আ'লীগের সম্মেলন


ঢাকা : আগামী ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাতে অনুষ্ঠিত আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের এমন নির্দেশ দেন বলে জানা গেছে।
 
নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেছেন, যতই সমস্যা হোক না কেন আগামী ডিসেম্বরেই কেন্দ্রীয় ত্রিবার্ষিক সম্মেলন হবে। কোনো রাজনৈতিক দলই যথাসময়ে সম্মেলন করে না। একমাত্র আওয়ামী লীগই যথাসময়ে সম্মেলন করে এবং আগামীতেও করবে।
 
একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ জেলা-মহানগর কমিটির সম্মেলন দ্রুত অনুষ্ঠান করা এবং সম্মেলন হওয়া জেলা-মহানগর কমিটির পূর্ণাঙ্গ কমিটির তালিকা আগামী এক মাসের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

এসময় তিনি গোলাপগঞ্জ, কিশোরগঞ্জসহ যেসব জেলায় দীর্ঘদিন ধরে সম্মেলন হয় না সেগুলোতে দ্রুত সম্মেলন করার তাগিদ দেন।   

সম্প্রতি ১৪ দলের শরিক একটি দলের (হাসানুল হক ইনুর জাসদ) বিরুদ্ধে আওয়ামী লীগের কিছু নেতার বক্তব্য এবং পাল্টা বক্তব্যকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমরা যাদের নিয়ে সরকার গঠন করেছি তাদের সম্পর্কে কোনো কথা না বলাই ভালো। অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের সতর্ক থাকতে হবে।’

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।
১২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে