মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০১৬, ০৮:০৮:৫৮

সিঙ্গপুরে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, বাংলাদেশে এলএনজি টার্মিনাল এবং পাওয়ার প্লান্ট নির্মাণে আগ্রহ

সিঙ্গপুরে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, বাংলাদেশে এলএনজি টার্মিনাল এবং পাওয়ার প্লান্ট নির্মাণে আগ্রহ

নিউজ ডেস্ক: সিঙ্গাপুর বাংলাদেশে liquefied natural gas (LNG)  প্লান্ট এবং পাওয়ার প্লাট স্থানে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয়ের সাথে স্বাক্ষরিত সমোঝোতা মোতাবেক দ্রুত কাজ করতে চায় সিঙ্গাপুর। বাংলাদেশের চলমান উন্নয়নে সিঙ্গাপুর সন্তোষ প্রকাশ করেছে। সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী (ট্রেড মিনিষ্টার) অল্প সময়ের মধ্যে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসবেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রগুলো ঘুরে দেখবেন। বাংলাদেশের চলমান বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং সরকার ঘোষিত সুযোগ-সুবিধায় সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকনমিক জোনে সিঙ্গাপুর বিনিয়োগ করতে আগ্রহী। এ সফরের সময় বিনিয়োগ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে সিঙ্গাপুরের ব্যবসায়ীরা। এ মহুর্তে বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের ব্যবসায়ী বড় ব্যবধান রয়েছে। গত বছর বাংলাদেশ সিঙ্গাপুরের রপ্তানি করেছে ১৬৫ মিলিয়ন মার্কিন ডলারের পন্য, একই সময়ে আমদানি করেছে  ২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। এ ব্যবধান কমিয়ে আনতে সিঙ্গাপুর বাংলাদেশকে ডিউটি ফ্রি সুবিধা প্রদান করেছে। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি মাধ্যমে বাংলাদেশ এ ব্যবধান কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ।
 
সিঙ্গাপুরে সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী Lim Hng Kiang এর সাথে বাংলাদেশে বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগের বিষয়ে মতবিনিময় করার সময় এ সব কথা হয়।
 
সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী Lim Hng Kiang অর্থনৈতিক ও সামাজিকসহ সকল ক্ষেত্রে বাংলাদেশের  অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেছেন,  সিঙ্গাপুর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। বিনিয়োগের জন্য বাংরাদেশ সরকার ঘোষিত সুযোগ-সুবিধা আকর্ষনীয়। অল্প সময়ের মধ্যে সিঙ্গাপুরের বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। এ সময় বিনিয়োগর ক্ষেত্র ও স্থান পরিদর্শন করবে। বাংলাদেশ সরকার ঘোষিত স্পেশাল ইকনমিক জোন-এ শিল্প স্থাপনের চিন্তা করছে সিঙ্গাপুর।
 
তোফায়েল আহমেদ সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রীর কাছে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। বিদেশী বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকার বিশেষ সুবিধা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী ঘোষিত স্পেশাল ইকনমিক জোন বিভিন্ন দেশ বা প্রতিষ্ঠানের  চাহিদা মোতাবেক প্রদান করছে। বাংলাদেশে বিনিয়োগ সিঙ্গাপুরের ব্যবসায়ীদের জন্য লাভ জনক হবে। এ বিষয়ে সরকার চাহিদা মোতাবেক সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
 
এ সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরে নিযুক্ত মিনিষ্টার এস এম আনিসুল হক এবং কমার্সিয়াল কাউন্সিলর খাজা মিয়া উপস্থিত ছিলেন।
৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে