নিউজ ডেস্ক : আজ ১২ সেপ্টেম্বর। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগে ২০০৯ সালের এই দিনে তিনি সিলেটের নুরজাহান জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। শাহ আব্দুল করিমের ইচ্ছা অনুযায়ী তাঁকে দিরাই উপজেলার উজান ধল গ্রামে তাঁর স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়।
শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে শাহ আব্দুল করিম ফাউন্ডেশন শনিবার সকাল ১১টায় দিরাই থানা পয়েন্টে, সুনামগঞ্জে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্মিত ভবনটির নাম বাউল একাডেমি, মদনপুর (দিরাই রাস্তা) মোড় ও দিরাই থানা পয়েন্টকে শাহ আব্দুল করিম চত্বর এবং দিরাই-ধল রোডকে শাহ আব্দুল করিম রোড নামকরণের দাবিতে মানববন্ধন করার কথা রয়েছে।
মানববন্ধন শেষে একই দাবিতে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দেয়া হবে। বেলা ৩টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি শাহ আব্দুল করিমের মৃত্যুদিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করবে। শাহ আব্দুল করিম পরিবারের পক্ষ থেকে জোহরের নামাজের পর মিলাদ মাহফিল, বিকেল ৩টায় আলেচানা সভা এবং সন্ধ্যার পর থেকে করিম ভক্তদের উদ্যোগে সারা রাত ‘করিম গীতি’র আসর চলবে।
দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল আশ্রম গ্রামে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি শাহ আব্দুল করিম দিরাই উপজেলা তাড়ল ইউনিয়নের ধল-আশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন।
১২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ