সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০৮:২৮:৪৪

ট্রাকচাপায় প্রাণ গেল সংগীত শিল্পী লালার

ট্রাকচাপায় প্রাণ গেল সংগীত শিল্পী লালার

রাজশাহী : থেমে গেল সংগীত শিল্পী ওস্তাদ এমদাদুল হক লালার (৬৫) কণ্ঠ।  রাজশাহী নগরীর কাদিরগঞ্জ শহীদ নজমুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় এই সংগীত শিল্পি মারা যান। তার বাড়ি বাগমারার সোনাডাঙ্গা গ্রামে।

তিনি পরিবার নিয়ে নগরীর হেতেম খাঁ কারিগরপাড়ায় বসবাস করতেন। লালা রাজশাহী বেতারের সংগীত শিল্পী ছিলেন। কারিগারপাড়ার সারগাম সংগীত বিদ্যালয়ের তিনি প্রতিষ্ঠাতা।

নিহত লালার ভাতিজা রোকনুজ্জামান জানান, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার চাচা লালা বাইসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন। এসময় ট্রাক চাপায় তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংগীত শিল্পী লালা বাইসাইকেলে চড়ে শহীদ নজমুল হক বালিকা বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে একটি মালবোঝাই ট্রাক আসছিলো। এসময় কাদিরগঞ্জ নজমুল হক স্কুলের সামনে ট্রাক ও অটোরিকশার মাঝখানে পড়ে যান তিনি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ট্রাকের নিচে চলে যান। এতে তিনি ট্রাকের চাকাই পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকে চাকায় তার মাথা থেতলে যায়।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে প্রথম ট্রাক উদ্ধার করে নিয়ে যায়। পরে তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে