শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০১৬, ১২:৪৭:৫৭

গ্রামেই আমার জন্ম, ভবিষ্যতে গ্রামে গিয়ে থাকবো : প্রধানমন্ত্রী

গ্রামেই আমার জন্ম, ভবিষ্যতে গ্রামে গিয়ে থাকবো : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : ঢাকায় নিজের কোনো বাড়ি-ঘর নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মি গ্রামে থাকতে পছন্দ করি, কারণ গ্রামে আমার জন্ম, সেখানেই বড় হয়েছি। কাজেই আমার চিন্তা হলো গ্রামে গিয়ে থাকব।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ তার বক্তব্যের উত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ তার বক্তব্যে সংসদের সব সদস্যের জন্য সরকারি প্লট বরাদ্দের দাবি জানান। তিনি বলেন, ঢাকায় তার নিজের কোনো প্লট নেই।

প্রধানমন্ত্রী তখন বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী বলছেন, তিনি নাকি ঢাকা শহরে কোনো প্লট পাননি। তাকে বলি ঢাকা শহরে আমর কোনো বাড়িঘর নেই। পৈতৃক সম্পত্তি হিসেবে যা পেয়েছি তা আমরা ট্রাস্টকে দিয়ে দিয়েছি। সেখানে আমরা মিউজিয়াম করে দিয়েছি। কারণ আমার পিতা সারা জীবন জনগণের জন্য কাজ করেছেন। তাই এটা জনগণের সম্পদ। এ ট্রাস্ট থেকে বহু মানুষ সাহায্য সহযোগিতা পেয়েছে এবং এখন দেয়া হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমি গ্রামে থাকতে পছন্দ করি, কারণ গ্রামে আমার জন্ম, সেখানেই বড় হয়েছি। কাজেই আমার চিন্তা হলো গ্রামে গিয়ে থাকব।’

সংসদে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সিদ্ধান্ত একটি মানুষও গৃহহারা থাকবে না। আমাদের সাধ্য অনুযায়ী ছোট্ট একটা কামরা দিতে পারলে আমরা দিব। একটি টিনের ঘর হলেও আমরা তাদের দিব। সেটাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’
৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে