সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০৯:০০:৪৪

সারাদেশে জামায়াতের বিক্ষোভ

সারাদেশে জামায়াতের বিক্ষোভ

ঢাকা : আজ সোমবার সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ বিক্ষোভের কথা জানানো হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষরিত বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে সোমবার সারাদেশে ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে অভিযোগ করেন, ‘সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘সরকার ভিত্তিহীন মিথ্যা ও বায়বীয় অভিযোগে জামায়াতের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের হত্যার চক্রান্ত করছে। মুজাহিদকে ন্যায়বিচার পাওয়া থেকে সরকার বঞ্চিত করেছে। সরকার সারাদেশে জামায়াতের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের ওপর জুলুম করছে। সরকার একদিকে জামায়াতের নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে, অন্যদিকে নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে ঢুকাচ্ছে।’

গেল মাসের শেষ দিকে ও চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশে দুই বিদেশি হত্যার ঘটনায় সরকার যখন বিশেষ সতর্কতা অবলম্বন করছে এমন এক সময়ে এই বিক্ষোভের ডাক এল জামায়াতের তরফ থেকে। বিদেশিদের নিরাপত্তায়  রাজধানীর গুলশান ও বারিধারা এলাকায় টহল দিয়েছে বিজিবি।

বিদেশি হত্যাকাণ্ডের পেছনে বিএনপি-জামায়াতের হাত রয়েছে বলে মন্তব্য এসেছে আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে।
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে