শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০১৬, ১০:২২:১১

২৫ দিন ধরে নিখোঁজ এক সরকারি কর্মকর্তা

২৫ দিন ধরে নিখোঁজ এক সরকারি কর্মকর্তা

নিউজ ডেস্ক : গত ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সহকারী কেয়ারটেকার আহসান হাবীব। এ ঘটনায় গত ৫ ডিসেম্বর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার স্ত্রী মানসুরা বেগম।

জিডিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ হওয়ার আগে আহসান হাবীব কাজের চাপে রাতে অফিসেই থাকতেন। গত ১৪-১৭ নভেম্বর অফিস থেকে ছুটি নিয়ে তার গ্রামের বাড়ি দিনাজপুরে যাওয়ার কথা ছিল। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সে গ্রামের বাড়িতে যায়নি। এমনকি তাকে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুণ্ড এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ ব্যক্তির অবস্থান জানার চেষ্টা চলছে। ঠিক কোথা থেকে নিখোঁজ হয়েছেন তা মোবাইলের সিভিআর বিশ্লেষণ করে তার অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে।’ -বাংলা ট্রিবিউন।
০৯ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে