ঢাকা : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল টিকিট সংগ্রহে বাস কাউন্টারগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রথম দিনেই কয়েক ঘণ্টার মধ্যে বেশ কিছু পরিবহনের টিকিট বিক্রি শেষ হয়ে যায়। ভোর রাতে এসেই টিকিট সংগ্রহের জন্য লাইনে দাঁড়ান যাত্রীরা। দীর্ঘ লাইনে অপেক্ষার পর কাঙিক্ষত টিকিট হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক টিকিটপ্রত্যাশী। কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে অনেকে আবার হতাশা নিয়ে বাসায় ফেরেন।
বেশি ভাড়া নেয়া, টিকিটের কালোবাজির ও অনলাইনে টিকিট না পাওয়াসহ বেশি কিছু অভিযোগও রয়েছে টিকিটপ্রত্যাশীদের। দেশের উত্তর ও দক্ষিণবঙ্গগামী সব রুটের টিকিট বিক্রি হচ্ছে রাজধানীর গাবতলী, শ্যামলী, কল্যাণপুর, মাজার রোডের সংশ্লিষ্ট বাস কাউন্টারগুলোতে। ঈদ উপলক্ষে পরিবহন কোম্পানিগুলোর বিশেষ সার্ভিসের টিকিট শুক্রবার সকালে বিক্রি শুরু হয়, যা চলবে ঈদের আগের দিন পর্যন্ত। সরজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হয়।
তা রাত ৮টা পর্যন্ত টিকিট বিক্রির কথা থাকলে দুপুর গড়াতেই কয়েকটি কাউন্টারের উত্তরবঙ্গের টিকিট শেষ বলে কাউন্টার থেকে জানানো হয় যাত্রীদের। রাসেল মাহমুদ যাবেন পঞ্চগড় জেলায়। সকাল ৬টায় টিকিটের জন্য হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব টার্মিনালের গাবতলীর কাউন্টারের সামনে লাইন দেন। কিন্তু বেলা দেড়টার দিকে কাউন্টার থেকে তাকে জানানো হয় ২১, ২২ ও ২৩শে সেপ্টেম্বরের টিকিট নেই। এরপর হতাশা নিয়ে বাসায় ফিরেন তিনি। অভিযোগ করে তিনি বলেন, আমি সকালে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট পাইনি।
তাহলে টিকিট কোথায় গেল? একই কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন রাজশাহীগামী যাত্রী দেলোয়ার। তিনি জানান, সকাল ৯টা থেকে দীর্ঘ লাইনে। কিন্তু টিকিট পাবেন কি-না তা নিয়ে অনিশ্চয়তায় আছেন তিনি। তার সামনের আরেক টিকিট প্রত্যাশী নূরুজ্জামানও একই কথা বললেন। অপর যাত্রী মুহসীন। যাবেন ঠাকুরগাঁও। দীর্ঘ লাইনে অপেক্ষার পর কাঙিক্ষত সেই টিকিট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে, ভাড়া বেশি নেয়ার অভিযোগ করে তিনি বলেন, ৬০০ টাকার টিকিট ৮৫০ টাকা নিয়েছে। এ বিষয়ে হানিফ পরিবহনের গাবতলী কাউন্টারের প্রতিনিধি সুমন বলেন, টিকিট শেষ। দেবো কোথায় থেকে। যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ঈদের সময়ে সরকার নির্ধারিত ভাড়াই তারা নিয়েছেন। এর চেয়ে আর বেশি কিছু নয় বলে তিনি উল্লেখ করেন। শ্যামলী পরিবহনের গাবতলী মাজার রোডের কাউন্টারের সামনে সকাল ১০টায় টিকিটের জন্য দাঁড়ান মোহাম্মদ বাবু। যাবেন রাজশাহী। তিনি বলেন, দুপুর ১টায় কাউন্টার থেকে তাকে জানানো হয় টিকিট নেই।
১২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ