শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৪:৩৬

‘ফার্মগেট থেকে গ্রেফতারকৃতরা শিবিরের কেউ নয়’

‘ফার্মগেট থেকে গ্রেফতারকৃতরা শিবিরের কেউ নয়’

ঢাকা : রাজধানীর ফার্মগেটের একটি হোটেল থেকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতারকৃত শিক্ষার্থীরা শিবিরের জনশক্তি নয় এবং শিবিরের ‘গোপন বৈঠকের’ খবর ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি করেছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।

বিবৃতিতে শিবির নেতৃদ্বয় বলেন, রাজধানীর ফার্মগেট এলাকার স্কাই রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে ৪১ জন শিক্ষার্থীকে গ্রেফতার করে শিবিরকর্মী বলে চালিয়ে দিয়েছে পুলিশ। অথচ এ সময় উল্লিখিত স্কাই রেষ্টুরেন্টে ছাত্রশিবিরের কোন বৈঠকই হয়নি।

গ্রেফতারের পরপরই পুলিশের বক্তব্য অনুযায়ী কিছু গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতারকৃতদেরকে শিবির কর্মী বলে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, আমরা স্পষ্ট করে বলতে চাই, গ্রেফতারকৃত শিক্ষার্থীদের একজনের সাথেও ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্ক নেই। সুতরাং পুলিশের বক্তব্য ও সে অনুযায়ী গণমাধ্যমে প্রকাশিত ছাত্রশিবিরের গোপন বৈঠকের খবরটিও ভিত্তিহীন।

এ ধরনের বিভ্রান্তিকর খবর থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান শিবির নেতৃবৃন্দ।
১২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে