সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০৫:২৮:৫৭

‘দলীয় প্রতীকে নির্বাচন চায় না বিএনপি’

‘দলীয় প্রতীকে নির্বাচন চায় না বিএনপি’

ঢাকা : দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি।  সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তা বাতিলের আহবান জানিয়েছে বিএনপি।  সোমবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, রাষ্ট্র ও সমাজে বিভাজন তৈরি করতেই সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।  মন্ত্রিসভায় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার অধ্যাদেশ প্রকাশ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রিপন বলেন, বিষয়টি নিয়ে আলোচনার প্রাক্কালেই বিএনপি এভাবে নির্বাচন আয়োজন না করার আহ্বান জানিয়েছিল।  কিন্তু সব দাবিকে উপেক্ষা করে এরকম সিদ্ধান্ত দুরভিসন্ধি কাজ।

তিনি বলেন, বিএনপিকে নির্বাচন এবং রাজনীতি থেকে দূরে রাখতেই দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।  এভাবে একতরফা নির্বাচনের মাধ্যমে বিদেশিদের বুঝাতে চাইবে যে, তাদের প্রতি জনসমর্থন রয়েছে।

বিএনপির মুখপাত্র বলেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলে গণতান্ত্রিক সংকট থেকে উত্তরণ সম্ভব হবে না।  রাষ্ট্র-সমাজকে তারা আরো বিভাজিত করবেন।  

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, সাবেক মহিলা সাংসদ শাম্মী আক্তার প্রমুখ।
১২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে