সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০৫:৪০:০৩

‘তদবিরের কারণে বড় ঠেকায় আছি’

‘তদবিরের কারণে বড় ঠেকায় আছি’

ঢাকা : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেছেন, তদবিরের কারণে বড় ঠেকায় আছি।  আমার কাছে যত মানুষ আসেন তার ৯০ ভাগই তদবির নিয়ে।  সেই তদবিরের ৮৯ ভাগ আবার অবৈধ তদবির।

সোমবার সচিবালয়ে বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বার্ষিক কর্ম সম্পাদন সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এ সমঝোতা স্মারক সই হয়।

আবদুল মান্নান বলেন, দেখা গেছে কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা চেয়ারম্যানের ফোন নম্বর আমার কাছে নেই।  তদবিরকারীরা নিজেরাই সেই নম্বর নিয়ে আসেন।  তারা আর কিছু না জানুক, কিন্তু ডিও শব্দটি জানেন।  

তিনি বলেন, তদবিরকারীরা এসে বলেন, দুই টন গমের জন্য একটি ডিও লেটার দেন।  তারা নিজেরাই আমার প্যাড নিয়ে গিয়ে কম্পিউটারে লিখে আনেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম।  এসময় সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এক বছরের জন্য চুক্তি সই হয়।
১২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে