ঢাকা : সৌদি আরবের মক্কায় ক্রেন ছিঁড়ে ১০৭ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত দুই শতাধিক মানুষের মধ্যে ৪০ জন বাংলাদেশি রয়েছেন। তবে আহত বাংলাদেশি সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
জেদ্দা কনস্যুলেটের কনসাল (হজ) আসাদুজ্জামান জানান, আহত ৩০ জনকে মক্কার জায়েদ হাসতাপাল এবং ১০ জনকে জিয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মক্কায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশনে কর্মরত অফিসার আহাদ শামিম জানিয়েছেন, নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই। আহত ৪০ জনের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই। দুর্ঘটনার পর মূলত তাড়াহুড়ো করে বের হতে গিয়ে তারা আহত হন।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, আহতদের মধ্যে তিন জনকে আইসিইউতে রাখা হয়েছে। তিনজনের মধ্যে একজনের নাম চান মিয়া। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, জায়েদ হাসপাতালে চিকিৎসাধীন, বাংলাদেশিদের সবাই শঙ্কামুক্ত। এরই মধ্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছেড়ে দিচ্ছেন। আহতদের বেশিরভাগই হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন।
১২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ