ঢাকা : ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে তিনদিনের সর্বাত্মক ধর্মঘট চলছে।
শনিবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। চলবে সোমবার পর্যন্ত।
শনিবার সকাল থেকে কোন ধরনের ক্লাস ও পরীক্ষা হচ্ছে না।
‘নো ভ্যাট অন এডুকেশন’ মুখপাত্র ফারুক আহমাদ আরিফ জানান, ‘সারাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজেগুলোতে শিক্ষক ও ছাত্ররা সর্বাত্মকভাবে ছাত্র ধর্মঘট পালন করছেন।
তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাড্ডার বাশবাগান এলাকা ও সাভারের গণবিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা বিক্ষোভ ও সমাবেশ করার কথা রয়েছে। দুপুর ১২টায় কলাবাগান ওভারব্রিজ এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
১২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ