সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ১০:০৭:৪২

এবার মুখ খুললেন এমপি লিটন

এবার মুখ খুললেন এমপি লিটন

নিউজ ডেস্ক : মুখ খুললেন ৯ বছরের শিশু সৌরভের দু’পায়ে গুলি করে আহত করার মামলার আসামি গাইবান্ধার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন।  তিনি বলেছেন, গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলাম না, জামায়াতের ভয়ে একটু সেফে ছিলাম।  জামায়াতে ইসলামীর লোকজন হামলা চালাতে পারে- এ আশঙ্কায় নিরাপদে ছিলাম।

সোমবার হাইকোর্টে জামিন আবেদন খারিজ হওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন এমপি লিটন।

এতদিন পলাতক থাকার কারণ জানতে চাইলে এমপি লিটন বলেন, আপনারা জানেন, আমার অস্ত্র দুইটি (সরকার) নিয়ে নিছে।  আমার সিকিউরিটির দরকার আছে।  কারণ আমার এলাকা জামায়াত অধ্যুষিত।  এ কারণে একটু সেফে ছিলাম, যাতে জামায়াতের কোনো লোক আমার ওপর হামলা করতে না পারে।

এর আগে সোমবার দুপুরে লিটনের জামিন আবেদন নামঞ্জুর করেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ১৮ অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সোমবার সকালে এমপি লিটনের আগাম জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়।  হাইকোর্ট লিটনকে বেলা ১টায় শুনানিতে হাজির করার নির্দেশ দেন।  আদালতের নির্দেশ অনুসারে লিটন হাজির হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, লিটনকে গ্রেপ্তারের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য, গত ২ অক্টোবর সকালে শিশু সৌরভ প্রাতঃভ্রমণে বের হলে এমপি লিটন মাতাল অবস্থায় তার দু’পায়ে গুলি করেন।
১২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে