নিউজ ডেস্ক: পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘শুধু বিএনপির মতামতে নির্বাচন কমিশন গঠন হবে না। তাদের মতামত উপেক্ষাও করা হবে না। তবে তাদের কোন অযৌক্তিক দাবিও মানা হবে না।’
সোমবার বিকেলে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলওয়ে কিন্ডার গার্ডেন স্কুল মাঠে কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
শাহজাহান খান বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করছেন। তারপরেই তিনি নির্বাচন কমিশন গঠন করবেন। নির্বাচন কমিশন গঠনের বিষয়টি একটি সাংবিধানিক অধিকার যা রাষ্ট্রপতি প্রয়োগ করবেন।’
সমাবেশে কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. এনায়েত হোসেন সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সভাপতি ইসমত কাদির গামা, সাংগঠনিক সম্পাদক এস এম মুজিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাববুব আলী খান ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন প্রমুখ।
এর আগে দুপুরে মন্ত্রী কাশিয়ানীর ভাটিয়াপাড়া পৌছে ভাটিয়াপাড়ায় বঙ্গবন্ধু চত্বরের নাম ফলক উম্মোচন করেন। তারপর তিনি ভাটিয়াপাড়া যুদ্ধ ক্ষেত্রে নির্মিত শহীদ স্মৃতি সৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর