ধামরাই: পর পর তিন কন্যা সন্তানের বাবা হওয়ার পর চতুর্থবার ছেলে সন্তান জন্মের আনন্দে আত্মহারা বাবা শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
ঢাকার ধামরাই পৌর শহরের চন্দ্রাইল মহল্লায় সোমবার এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, ধামরাই পৌর শহরের চন্দ্রাইল মহল্লার মো. হাসমত আলী হাসু ও হাসি বেগমের দম্পত্য জীবনে পরপর তিনটি মেয়ে সন্তানের জন্ম হয়। ওই দম্পতির প্রথম থেকে প্রবল ইচ্ছা ছিল একটি ছেলে সন্তানের। কিন্ত পর পর তাদের ঘরে জন্ম নেয় তিনটি মেয়ে সন্তান।
তারপরও ছেলে সন্তানের আশা ছাড়েননি তারা। তাই একটি ছেলে সন্তানের আশায় আরেকটি সন্তান নেয় এই দম্পতি। শেষ পর্যন্ত তাদের ঘরে জন্ম নেয় ছেলে সন্তান।
সোমবার সকাল ৯টায় যখন হাসু ও হাসি দম্পতির ঘর উজ্জ্বল করে ছেলে সন্তানের জন্ম হয়, তখন এ খবরে সদ্য ছেলে সন্তান জন্মের আনন্দে উদ্বেলিত বাবা হাসমত আলী হাসু হৃদযন্ত্রের ক্রিয়া (হার্টঅ্যাটাক) বন্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় ওই পরিবারে আনন্দের মাঝে বিষাদের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের মাঝে বিরাজ করছে দুঃখ ও হতাশা।
২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর