মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬, ০৩:৩১:৩৯

ইন্দোনেশিয়ার পরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

 ইন্দোনেশিয়ার পরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: সফরত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদিকে নিয়ে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থীশিবির পরিদর্শন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

মঙ্গলবার সকাল ১১টা  থেকে ১২ পর্যন্ত শরণার্থীশিবিরের বিভিন্ন ব্লক পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তারা।

বাংলাদেশ সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে বহনকারী হেলিকপ্টার বেলা ১১টার দিকে উখিয়া পৌঁছায়। পরে তারা কুতুপালং শরণার্থীশিবিরে যান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব শহীদুল হকও তাদের সঙ্গে ছিলেন। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, কক্সবাজার ৪ আসনের এমপি আব্দুর রহমান বদিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

দুই মন্ত্রী রোহিঙ্গা শরণার্থীশিবিরের বিভিন্ন ব্লকে পরিদর্শন করেন। তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কথা শোনেন।
২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে