নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে প্রেসিডেন্টের সংলাপে অংশ নিতে বঙ্গভবনে গেছেন সংসদে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেল ৩টার দিকে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করে।
প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমন্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন বাবলু, আবদুস সাত্তার, সৈয়দ আবু হোসেন, নূরে হাসনা লিলি, সালমা ইসলাম, এস এম ফয়সাল চিশতী প্রমুখ।
জাপা সূত্র জানায়, জাতীয় পার্টি এর আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে যে প্রস্তাব দিয়েছিল, সেটি আরও কিছু যোজন-বিয়োজন করে লিখিত আকারে প্রেসিডেন্টের কাছে দেওয়া হবে।
নির্বাচন কমিশন গঠন নিয়ে গত রোববার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। প্রথম দিন সংলাপে অংশ নেয় বিএনপি। দ্বিতীয় দল হিসেবে আজ বিকেল তিনটায় সংলাপে গেল এইচ এম এরশাদের জাতীয় পার্টি। আগামীকাল বুধবার এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা করার কথা রয়েছে।
২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস