মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৫:৩১:২৪

যে কারণে হত্যা করা হয়েছিলো দুই বিদেশীকে

যে কারণে হত্যা করা হয়েছিলো দুই বিদেশীকে

ঢাকা : দুই বিদেশী নাগরিক হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এতে বলা হয়েছে, কথিত আইএস নামে একটি গোষ্ঠী সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে নিজেরা অস্ত্র ও টাকা দিয়ে অথবা ভাড়াটে খুনি ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

ইতালীয় নাগরিক সিজার তাভেলা  হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়, ভিকটিম বারিধারার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের সুইমিংপুল ব্যবহার করে তার বাসার দিকে যাচ্ছিলেন। দু’জন অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে কমপক্ষে তিন রাউন্ড পিস্তলের গুলি ছুড়ে।

ঘটনাস্থলের উত্তর-পূর্ব কোণে অপেক্ষমাণ একটি মোটরসাইকেলযোগে পালিয়ে যায় তারা। ২০১৫ সালের মে মাসের মাঝামাঝি সময় তাভেলা সিজার বাংলাদেশে আসেন। তিনি নেদারল্যান্ডসের অর্থায়নে পরিচালিত আইসিসি নামক একটি এনজিওতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে- খাদ্য নিরাপত্তার উন্নয়ন, কৃষকদের অপুষ্টি দূরীকরণ। জাপানি নাগরিক কুনিও হোসি’র হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশের তদন্ত রিপোর্টে বিশেষ কোন অগ্রগতির কথা উল্লেখ নেই। শুধু বলা হয়েছে, রহস্য উদঘাটনে বিশেষ সোর্স নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে গুলশান-২ নম্বরের ৯০ নম্বর রোডের মাথায় গভর্ণর হাউজের দক্ষিনের দেওয়াল ঘেঁষা ফুটপাতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও নামের একটি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। মাত্র পাঁচ দিনের মাথায় গত ৩ অক্টোবর রংপুর সদরের আলুটারী গ্রামে একই কায়দায় জাপানের নাগরিক ওসি কোনিওকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে