মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬, ০৫:৪৭:৩১

সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনা অত্যন্ত উদ্বেগের বিষয় : প্রধানমন্ত্রী

সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনা অত্যন্ত উদ্বেগের বিষয় : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তে নিরীহ বাংলাদেশিদের নিহত হবার ঘটনাকে অত্যন্ত উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে নিহতের সংখ্যা হ্রাস পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি দিবস উপলক্ষে ঢাকার পিলখানায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  খবর বিবিসির।

বিজিবি সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, "সীমান্তে নিরীহ বাংলাদেশি নিহত হওয়া আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে আপনাদের প্রচেষ্টায় বিএসএফের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ফলে সীমান্তে নিহতের সংখ্যা অনেক হ্রাস পেয়েছে।"

প্রধানমন্ত্রী আরও বলেন, "সীমান্তে আপনাদের কঠোর অবস্থানের ফলে চোরাচালান, মাদকপাচার, নারী-শিশু পাচার এবং সীমান্ত অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে।"

অপরাধ দমনে বিজিবি সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বিএনপি এবং জামাত-শিবিরের জ্বালাও পোড়াও ও পেট্রল বোমা সন্ত্রাসীদের নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা প্রতিহত করতে আপনারা যে দক্ষতা দেখিয়েছেন,তা সত্যি প্রশংসনীয়।
২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে