মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০১:০৮:১০

কাদের সিদ্দিকীর প্রার্থিতা বাতিল

কাদের সিদ্দিকীর প্রার্থিতা বাতিল

ঢাকা: কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে টাঙ্গাইল- ৪ আসনের উপনির্বাচনে অংশ নেয়া বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর প্রাথিতা বাতিল ঘোষণা করা হয়েছে। উপজেলা রিটার্নিং অফিসার আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঋণখিলাপীর দায়ে কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এর আগে সহকারী রিটার্নিং অফিসার তাজুল ইসলাম জানিয়েছিলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফ্যাক্স মারফত বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে কাদের সিদ্দিকী ঋণ খেলাপি উল্লেখ করে এ সংক্রান্ত চিঠি পান তারা।

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার নির্বাচন হতে যাওয়া ওই আসনটি ছিল আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর। হজ, নবী মোহাম্মদ (সা.) ও প্রধানমন্ত্রীর ছেলে জয়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে সৃষ্ট জটিলতার প্রেক্ষাপটে লতিফ সিদ্দিকী পদত্যাগ করলে শূন্য ঘোষিত হয় আসনটি। উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল ২৮ অক্টোবর। পরে তা পিছিয়ে ১০ নভেম্বর নেয়া হয়।

আসনে আওয়ামী লীগ প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী।
১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে