নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন নারাণগঞ্জের নব নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার পর শুক্রবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যাচ্ছেন আইভী।
গত ১৩ বছর ধরে নারায়ণগঞ্জের পৌর চেয়ারম্যান ও সিটি মেয়রের দায়িত্ব পালন করে আসছেন আইভী। বৃহস্পতিবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত সিটি নির্বাচনে আইভী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।
আজ সকালে আইভী বিএনপির প্রার্থী সাখাওয়াতের বাসায় গিয়ে তাকে মিষ্টিমুখ করান। এসময় নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে সাখাওয়াতের সহায়তা চান তিনি। সাখাওয়াত হোসেন আইভীকে সকল প্রকার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠেয় নাসিক নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। ২৭ ওয়ার্ড নিয়ে গঠিত নাসিকে মোট ভোট কেন্দ্র ১৭৪টি। প্রাথমিক ভাবে ১৭৪টি কেন্দ্রের ফলাফলে বিজয়ী আইভীর নৌকা প্রতিক পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ৮২৬ ভোট এবং পরাজিত সাখাওয়াতের ধানের শীষ পেয়েছে ৯৬ হাজার ৬৭৪ ভোট।
২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস