শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬, ০৬:০৫:২২

রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের ৪ দাবি, কি কি?

রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের ৪ দাবি, কি কি?

স্পোর্টস ডেস্ক: মিয়ানমারে নিরীহ মুসলমানদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাখাইন সীমান্ত অভিমুখে ১৮ ডিসেম্বরের লংমার্চ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছিল। তারই প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে সংগঠনটি।

শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করে। সমাবেশ শেষে মিছিল করে বায়তুল মোকাররমের দিকে ফিরে যায় ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থকরা।

এদিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ চারটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-
১. রোহিঙ্গাদের ওপরে চলমান গণহত্যা-ধর্ষণ এবং নির্যাতন বন্ধ করতে হবে।

২. রোহিঙ্গা মুসলমানদের সকল নাগরিক এবং মানবিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

৩. বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে।

৪.আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা এবং নির্যাতনের বিচার করতে হবে এবং আরাকান রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে হবে।
২৩ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে