নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জিতিয়ে ছোটবোন সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে গণভবনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন শামীম ওসমান। সেখানে প্রধানমন্ত্রীর সামনে আইভীর কাছ থেকে আইসক্রিম খাওয়ার ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু তা হলো না!
আইভী বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর গণভবনে গিয়ে শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিকই সাক্ষাৎ করেছেন আইভী। তবে সেখানে ছিলেন না শামীম ওসমান। তাই আইভীর কাছ থেকে তার আর আইসক্রিমও খাওয়া হলো না। দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সময় খাটান আইভী।
জয়ের পর শামীম ওসমানকে আইক্রিম না খাওয়ালেও আইভী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সাখাওয়াত হোসেনকে বাসায় গিয়ে মিষ্টি খাইয়ে এসেছেন। শুক্রবার সকাল দশটায় পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সিটি নির্বাচনে পরাজিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানের বাসায় মিষ্টি নিয়ে যান বিজয়ী মেয়র সেলিনা হায়াৎ আইভী।
এর আগে গত ৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি নির্বাচনে আইভীকে মনোনয়ন দিয়েছেন। আইভী আমার ছোট বোন। আমার সমর্থন তার প্রতি রয়েছে। আমি আইভীর জন্য দুটি শাড়ি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এনেছি। এই শাড়ি আইভী অনেক পছন্দ করে। আইভীকে আমি একটি শাস্তি দেবই। আইভীকে নির্বাচিত করে তাকে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তাকে বলবো আমার আইসক্রিম অনেক পছন্দ, আমাকে আইক্রিম খাওয়াতে।
২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস