নিউজ ডেস্ক : এবার দলের ভোট নয়, ব্যক্তি জনপ্রিয়তায় ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী আরও বলেন, আইভী যখন আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছে, তখনও জয়লাভ করেছিলেন। তার মানে আইভীর নিজস্ব একটা বিরাট ভোটবাক্স আছে। তার সততা, নিষ্ঠা, ভদ্রতা এবং পিতার যে পরিচয় ছিল সব মিলিয়ে নিজস্ব ভোট পেয়েছেন। সেসব বিরাট ভোট। একই সঙ্গে নৌকার কিছু ভোট যুক্ত হয়েছে। সে তুলনায় বিএনপি বেশি ভোট পেয়েছে।
২৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি