শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬, ১০:৫৯:২০

ওই বাড়ির ভেতরে এখনো ৩ জঙ্গি

ওই বাড়ির ভেতরে এখনো ৩ জঙ্গি

নিউজ ডেস্ক : রাজধানীর দক্ষিণখানের আশকোনায় হাজিক্যাম্পের কাছে 'সূর্য বাড়ি' নামে তিনতলা একটি ভবন শুক্রবার মধ্যরাত থেকে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, বাড়ির ভেতরে এখনো তিন জন জঙ্গি রয়েছেন।

তাদের সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা চালাচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। আত্মসমর্পণের অনুরোধ জানানো হলেও তারা রাজি হচ্ছে না।

এসব জঙ্গির কাছে বিপুল পরিমাণে বিষ্ফোরক ও অস্ত্র মজুদ আছে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। তিনি আরও বলেন, আলোচনার দরজা খোলা আছে। বাধ্য না হলে আমরা বলপ্রয়োগ করবো না। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেটা মাথায় রেখেই অভিযান চালানো হচ্ছে।  

জঙ্গি আস্তানা থেকে এখন পর্যন্ত দুই শিশুসহ দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে। ওই আস্তানায় পুলিশের অভিযানের পর সকালে শিশুসহ তারা আত্মসমর্পণ করেন। আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা চার জনকে আত্মসমর্পণ করাতে পেরেছি। এটা আমাদের অনেক বড় সাফল্য। তাদের গোয়েন্দা বিভাগে নিয়ে যাওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
২৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে