মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৫:১০:১৫

‘সময় এসেছে নতুনভাবে প্রস্তুতি গ্রহণ করার’

 ‘সময় এসেছে নতুনভাবে প্রস্তুতি গ্রহণ করার’

ঢাকা : দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্ময় প্রকাশ করে  রাষ্টবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, গ্রামাঞ্চলের শান্তিপূর্ণ ভোটকে বিনষ্ট করতেই সরকার নীলনকশা বাস্তবায়ন করতে যাচ্ছে।

দলীয় ভিত্তিতে ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তাবিত আইনের খসড়া সোমবার অনুমোদন করে মন্ত্রিসভা।

সরকারি এ সিদ্ধান্তে বিরোধিতা করে এমাজউদ্দীন আহমদ বলেন, আমি ভেবে অবাক হই যারা এ সিদ্ধান্ত গ্রহণ করছে, তাদের মধ্যে কি কেউ নেই যে যারা বলবে এটা হয় কি করে?

প্রয়াত রাজনৈতিক ‌বিশ্লেষক ও বুদ্ধিজীবী অধ্যাপক পিয়াস করিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

এ স্মরণসভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম।

 তিনি বলেন, দেশের গণতন্ত্র, আইনের শাসন, ব্যক্তি স্বাধীনতা, নিরাপত্তাবোধ- ক্ষমতাসীন সরকারের শাসনামলে আমরা হারিয়েছি।  তাই সময় এসেছে সরকারের বিরুদ্ধে নতুনভাবে প্রস্তুতি গ্রহণ করার।

অধ্যাপক পিয়াস করিমের স্মৃতিচারণ করে তিনি বলেন, বাংলাদেশের অনেক ঘটনা লজ্জাস্কর এবং নিন্দনীয়।  তার মধ্যে অন্যতম অধ্যাপক পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে রাখতে না দেয়া।

স্মরণসভায় বলেন, শহীদ মিনারের মালিকানা এমন হাতে চলে গেছে যেখানে শুধু কিছু চেনা মানুষ যেতে পারছে।  শহীদ মিনারের স্মৃতি তো এমনটি হতে পারে না।  সেখানে শুধু দেখা হচ্ছে তিনি কার অনুসারী।

স্মরণসভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ।  

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বি. জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, ব্যারিষ্টার পারভেজ আহমেদ, সাবেক কমিশনার ফরিদউদ্দীন আহমেদ প্রমুখ।
১৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে