নিউজ ডেস্ক : টঙ্গীর তুরাগ পাড়ে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমাকে ঘিরে কোন ধরনের জঙ্গি হামলার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুসলিম উম্মার দ্বিতীয় সর্ববৃহৎ সম্মিলন বিশ্ব ইজতেমা আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী রোববার দুপুরে টঙ্গী পৌরসভা কার্যালয়ে ৫২তম বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমার সামগ্রিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবছর গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠেয় ৫২তম বিশ্ব ইজতেমা সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবো বলে তিনি আশা প্রকাশ করেন।
আসাদুজ্জামান কামাল বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমা উপলক্ষে আমাদের গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছেন। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অত্যন্ত চৌকস। এখনও পর্যন্ত সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা সব সময় প্রস্তুত আছি। আশা করি, কোন ধরনের অসুবিধা হবে না।
সভায় প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে গাজীপুর, টঙ্গী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জাহিদ আহসান রাসেল, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান, এসবি’র অতিরিক্ত আইজিপি ড. জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক এস,এম আলম,গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী মেজবাহ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
৮ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস