সোমবার, ০৯ জানুয়ারী, ২০১৭, ০২:৫৫:৪৭

ঢাকায় ৩০ কোটি টাকার বিলাসবহুল রোলস রয়েস জব্দ

ঢাকায় ৩০ কোটি টাকার বিলাসবহুল রোলস রয়েস জব্দ

নিউজ ডেস্ক : বাংলাদেশের শুল্ক গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, ঢাকায় আজ তারা একটি উচ্চ মূল্যের রোলস রয়েস গাড়ি জব্দ করেছে, যেটি মিথ্যে ঘোষণা দিয়ে আমদানি করেছিলেন একজন বিদেশী কূটনীতিক।

শুল্ক গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, রুপালি রঙের 'ঘোস্ট' মডেলের এই গাড়িটির বাজারমূল্য আনুমানিক ত্রিশ কোটি টাকা।

এটির শুল্ক কর হবে আরো প্রায় বাইশ কোটি টাকা ।

গাড়িটি কমলাপুরের আইসিডি বন্দরে একটি কন্টেইনার বন্দী অবস্থায় ছিল।

ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাসের সাবেক ফার্স্ট সেক্রেটারি হ্যান সন ইকের নামে গাড়িটি এসেছিল।

ঘোষণায় বলা হয়েছিল এটি একটি 'বিএমডাব্লিউ এক্স ফাইভ'।

সিগারেট চোরাচালানের অভিযোগে এই কূটনীতিককে অবশ্য গত বছরই বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়।

শুল্ক গোয়েন্দারা বলেন, তারা দীর্ঘদিন ধরে কমলাপুরে এই গাড়ির কন্টেইনারটি নজরদারীতে রেখেছিলেন।

আজ সবার উপস্থিতিতে কন্টেইনার খোলা হয়। বিলাসবহুল ও উচ্চমূল্যের গাড়ি হিসেবেই রোলস রয়েস পরিচিত। জব্দকৃত এই গাড়িটির ইঞ্জিন ক্ষমতা ৬৬০০ সিসি। -বিবিসি।
০৯ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে