নিউজ ডেস্ক : কোনও রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া সরকারের বিষয় নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের স্টেজ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান।
‘কর্মসূচি পালনে সরকার দ্বৈত নীতি পালন করছে’ সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকালের (১০ জানুয়ারি) জনসভার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কয়েক লাখ মুজিব প্রেমী এ সমাবেশে অংশ নেবেন।’
মির্জা ফখরুলের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সমাবেশের অনুমতি দেওয়া না দেওয়া সরকারের বিষয় নয়। ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কোনও নৈরাজ্যে ইঙ্গিত দিয়েছে কিনা? আমার মনে হয় সে রকম কোনও বিষয় থেকে তাদের সমাবেশের অনুমোদন দেওয়া হয়নি। অতীতে দেখা গেছে তারা সমাবেশের অনুমতি নিয়ে নৈরাজ্য করেছে। এখানেও সেরকম কিছু ছিল কিনা তা ডিএমপি জানে। আমি এ বিষয়ে কিছুই জানি না। তাছাড়া আমরা অনুমোদন দেওয়ার কেউ না।’
ওবায়দুল কাদের বলেন, ‘মঙ্গলবার সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আওয়ামী লীগের ২০তম সম্মেলনের পর এটাই প্রথম জনসভা। সভায় নীতিনির্ধারণী বক্তব্যের পাশাপাশি উন্নয়নের মহাসড়কে অভিযাত্রায় কিছু বাধা ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও প্রতিহত করার নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।’
৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস