নিউজ ডেস্ক : সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানা। নরসিংদী থেকে ঢাকা ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে চানপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী গাড়িকে ধাক্কা দেয়।
এতে দুইজনই মারাত্মকভাবে আহত হন। তাদের বহনকারী গাড়িও দুমড়ে-মুচড়ে যায়। আহত খোকন-শিরিন দম্পতিকে উদ্ধার করে স্থানীয়রা ঢাকা নিয়ে আসেন এবং রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। রাত ১০টায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির এ তথ্য জানিয়েছেন।
৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস