শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪১:৪৯

চুল পরিমাণ প্রভাব বরদাস্ত করবেন না : প্রধান বিচারপতি

চুল পরিমাণ প্রভাব বরদাস্ত করবেন না : প্রধান বিচারপতি

অ্যাড. এমদাদুল হক লাল, আদালত থেকে : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচারবিভাগ পুরোপুরি স্বাধীন ও নিরপেক্ষ।  বিচারকরা বিচারকাজের চুল পরিমাণ প্রভাব বরদাস্ত করবেন না।

শনিবার ঢাকার অধঃস্তন আদালতসমূহের আয়োজিত ও ইউএনডিবির সহযোগিতায় ‘জাস্টিস সেক্টর কো-অর্ডিনেশন : চ্যাইঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
 
ঢাকার দায়রা জজ আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান বিচারপতি ক্রমবর্ধমান মামলার জট কমাতে বিচারক ও আইনজীবীদের পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।

বিচার অঙ্গনের মান সমুন্নত রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
 
সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জজ এম কুদ্দুস জামান, ঢাকা মহানগহর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবার রহমান সরকার, মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার ও ঢাকা জেলার পিপি খন্দকার আবদুল মান্নানসহ ইউএনডিপির প্রতিনিধিবৃদ্ধ।
 
সেমিনারে ঢাকার আদালতে কর্মরত বিচারকবৃদ্ধ ও ঢাকা আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা জেলার পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইউএনডিবির প্রতিনিধিরা সেমিনারে অংশগ্রহণ করেন।
১২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে