শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৩:৫২

বনশ্রীতে একটি বাসা থেকে ১০ শিশু উদ্ধার

বনশ্রীতে একটি বাসা থেকে ১০ শিশু উদ্ধার

ঢাকা: রাজধানীর রামপুরা বনশ্রীর একটি বাসায় অভিযান চালিয়ে ১০ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা শিশুরা এখন রামপুরা থানা হেফাজতে রয়েছে। তাদের আটকেরে রাখার অভিযোগে সে বাসা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে পুলিশ বনশ্রী এলাকা সি ব্লকের ১০ নম্বর সড়কের ৭ নম্বর বাসায় অভিযান চালিয়ে এই শিশুদের উদ্ধার করে। যে শিশুদের পুলিশ উদ্ধার করেছে তাদের বয়স ছয় থেকে ১০ বছরের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়।

জানা যায়, এবাসাটি অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি এনজিওর অফিস হিসেবে ব্যাবহার করে আসছে। একটি প্রজেক্টের কাজের জন্য সেখানে তাদের নিয়ে যাওয়া হয়েছিল।

উদ্ধারের পর শিশুদের তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসে পুলিশ। তবে শেষ পর্যন্ত সেখানে শিশুদের না রাখায় আবার তাদের রামপুরা থানায় নিয়ে যাওয়া হয়।
১২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে