বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ১১:৪৬:১৩

আমরণ অনশনে অসুস্থ ৩ মেডিকেল ভর্তিচ্ছু

আমরণ অনশনে অসুস্থ ৩ মেডিকেল ভর্তিচ্ছু

ঢাকা : মেডিকেলে ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে আমরণ অনশনের দ্বিতীয় দিনে ৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

বুধবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনশন শুরু করে ভর্তিচ্ছুরা। তাদের সঙ্গে একই কর্মসূচিতে রয়েছেন অভিভাবকরাও।

সারারাত কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে অবস্থান করে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে আবার অনশন শুরু হয়েছে।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা সারারাত কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে অবস্থান করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।

গত রাতে প্রায় ৭০ জন শিক্ষার্থী সেখানে অবস্থান করেন। তাদের সঙ্গে অভিভাবকরাও ছিলেন। এরই মধ্যে সেখানে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন।

অনশনে থাকা অধ্যক্ষ আশরাফ কামাল নামের এক অভিভাবক বলেন, ‘সমগ্র জাতিকে মেধাশূন্য করার জন্য পরীক্ষার ৯ ঘণ্টা আগে তাণ্ডব চালানো হয়েছে।’

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘১৬ কোটি মানুষ আপনার দিকে তাকিয়ে আছে একটি সমাধানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করুন।’

বুধবার সকাল সোয়া ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অনশন কর্মসূচিকে সমর্থন করতে শহীদ মিনারে জড়ো হন তাদের অভিভাবকরা।

গত ১৮ সেপ্টেম্বর মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একদিন পর থেকেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আন্দোলন করছে।
১৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে