নিউজ ডেস্ক : মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সুসংবাদ, মাদকাসক্ত ও ধুমপায়ী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবেন না।
আজ শনিবার সিরাজগঞ্জের কাজীপুরে এক সমাবেশে এ কথা বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, আগামী শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতার ক্ষেত্রে মেধার পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীকে মাদকমুক্ত ও অধুমপায়ী হতে হবে। নতুবা ভর্তিচ্ছু শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির অযোগ্য বিবেচিত হবেন।
কাজীপুরে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক এ সমাবেশের আয়োজন করে। কিশোরী সমাবেশ এবং সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এমন কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ এম মনসুর আলী বেসরকারি মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা আরজু, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. দেবপদ রায় প্রমুখ।
মোহাম্মদ নাসিম বলেন, সুস্বাস্থ্যের অধিকারী চিকিৎসক জাতিকে নিশ্চিত সেবা দিতে পারেন। মাদকমুক্ত ও অধুমপায়ী শিক্ষার্থী ভর্তি কার্যক্রম এ বছর থেকে সম্ভব নয় বিধায় আগামী বছর থেকে প্রয়োজ্য হবে।
দেশের দুই কোটি কিশোরীর স্বাস্থ্য সচেতন হবার পাশাপাশি নেতৃত্ব দেবার যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। দেশের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং প্রশাসনের উচ্চপর্যায়ে অনেক নারী কর্মকর্তা রয়েছেন। তথ্যসূত্র : বাসস
১২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম