শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৩:০৫

খালেদা জেলে গেলে কে হবেন চেয়ারপারসন?

খালেদা জেলে গেলে কে হবেন চেয়ারপারসন?

ঢাকা : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জেল হলে কে হবেন পরবর্তী চেয়ারপারসন তা জানতে চেয়েছেন গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার বিকেলে ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে খালেদা জিয়ার ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ বিষয়ে বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রাখেন তিনি।

বিএনপির সিনিয়র নেতাদের কাছে এ বিষয়ে প্রশ্ন রেখে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়া গ্রেফতার হলে বিএনপির রাজনীতি কি বন্ধ হয়ে যাবে? এখনই বিয়ষটি নিয়ে আলোচনা করা উচিত।  আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়।  বিএনপির রাজনীতি বন্ধ হয়ে গেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও কবরে থেকে খুশি হবেন না।

তিনি বলেন, নির্বাচনে বিএনপি জয়ী হলেই কেবল তারেক রহমান দেশে আসতে পারবেন, অন্যথায় নয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনাদের আলোচনা সভায় এত কম মানুষ কেন? যদি খালেদা জিয়ার কারামুক্তি দিবসের আলোচনায় পাঁচ কোটি মানুষের সমাগম করতে না পারেন তাহলে বিএনপির আত্মহিত হয়েছে বললে ভুল হবে না।

দেশ বর্তমানে কঠিন সময় পার করছে বলেও মন্তব্য করে তিনি।  তিনি বলেন, এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে বিএনপিকেই দায়িত্ব বহন করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বি্এনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসেনর উপদেষ্টা শাসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা প্রমুখ।
১২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে